জাহিদ হাসান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৯ মে ২০২৩, মঙ্গলবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলামকে নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হারুন মিয়াকে আনারস প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তালহা আলমকে কাপ পিরিচ প্রতীক, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কামালীকে খেজুরগাছ প্রতীক ও জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আতাউর রহমানকে লাঙ্গল প্রতীক প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত গত বছরের ২৭ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন চেয়ারম্যানপদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।