জাহিদ হাসান, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দ্বিতীয় মেয়াদে জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থিত মাহিমা রেস্টুরেন্টে কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক সকালের সময় প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে সভাপতি ও জাতীয় দৈনিক আজকালের খবর প্রতিনিধি আলী হোসেন খানকে সাধারণ সম্পাদক মনোনীত করে দ্বিতীয় মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় কার্যকরী সদস্য পদে দৈনিক উত্তরপূর্ব স্টাফ রিপোর্টার আমিনুল হক সিপন ও দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি ইকবাল হোসাইন মনোনীত হয়েছেন। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশচিত্র প্রতিনিধি বিপ্লব দেবনাথ, কোষাধ্যক্ষ পদে দৈনিক দেশবাংলা প্রতিনিধি মাসুদ আহমেদ তালুকদার, দপ্তর সম্পাদক পদে দৈনিক আলোচিত কন্ঠ প্রতিনিধি রনি মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ঢাকার টাইম প্রতিনিধি প্রভাষক জাহিদ হাসান মনোনীত হয়েছেন। সদস্য পদে দৈনিক শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার জনি শর্মা, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি তৈয়বুর রহমান ও দৈনিক জৈন্তা প্রতিনিধি সোনিয়া বেগম মনোনীত হয়েছেন।সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আমিনুল হক সিপন, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান জিলু, সাধারণ সম্পাদক আলী হোসেন খান প্রমুখ।