মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
র্যাব-৫, সিপিস-৩ জয়পুরহাট ক্যাম্পের অভিযানে ১৩ জন মাদকসেবী গ্রেপ্তার হয়েছে।
উক্ত ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, আর্টিলারী ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে আজ ৯ অক্টোবর গত রবিবার রাতে র্যাবের একটি চৌকসদল জয়পুরহাট জেলা সদর উপজেলার কিনাপাড়া এলাকার পরিত্যক্ত কড়াই কারখানায় অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চিয়ারি গ্রামের আসাদুল ইসলামের পুত্র জিলহজ্ব আলী(২৫), একই উপজেলার কোলাগণিপুর গ্রামের মৃত ফারুক হোসেনের পুত্র বেলাল হোসেন(২৭), পূর্ব রুকিন্দিপুর গ্রামের মৃত খগেন চন্দ্রের পুত্র পরিতোষ চন্দ্র মহন্ত(৩৭), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র মশিউর রহমান(২৬), একই উপজেলার খাদাইল গ্রামের জহুরুল ইসলামের পুত্র ফেরদৌস হোসেন(২১), জগদীশপুর আলী সরদারপাড়া গ্রামের শাহাজুল ইসলামের পুত্র বাপ্পি হোসেন (২৭),জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মাসুদ রানার পুত্র ফেরদৌস হোসেন (১৯), একই গ্রামের বাবলুর রশিদের পুত্র কায়ছার রশিদ রানা, (২১), ছানোয়ার হোসেনের পুত্র আরাফাত হোসেন (২১), জয়পুরহাট সদর থানার নতুনহাট মহল্লার মোঃ এখলাসের পুত্র সৈকত হোসেন(১৯), একই উপজেলার তেঘরবিশা গ্রামের শফিউল ইসলামের পুত্র অন্তিম(১৯), বামনপুর গ্রামের শ্রী বীরবল চন্দ্রের পুত্র শ্রী প্রশান্ত চন্দ্র বর্মন (২২) ও মাদারগঞ্জ গ্রামের শ্রী অমল কর্মকারের পুত্র শ্রী পূণ্য কর্মকার(২০),কে মাদকসেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।