মহসিন দুর্জয়,স্টাফ রিপোর্টারঃ
জরায়-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং এ সারা বাংলাদেশ কমিউনিটি ক্লিনিক লেভেলে দ্বিতীয় স্থান অধিকার করেন গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা ফুলবাড়ীয়া ইউনিয়নের শামসুল-শান্তি কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লেভেলে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।অনুষ্ঠানটিতে প্রধান অতিথী হিসেবে উপস্তিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্হ্য মন্ত্রী ডাঃ জাহেদ মালেক স্বপন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ(পিজি)হাসপাতালের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয় প্রোগ্রামটি। দুটি পুরষ্কারই গ্রহন করেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মো:খায়রুজ্জামান।এসময় আরও উপস্তিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো:আল-বেলাল,সিনিয়র স্টাফ নার্স আনোয়ারা বেগম, স্বাস্থ্য পরিদর্শক ব্রজনন্দ গোপ,পরিসংখ্যানবিদ কে,এম শহীদুল ইসলাম প্রমুখ।