সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধি:শরীয়তপুরঃ
শরীয়তপুরের জাজিরার টিএন্ডটি মোড় থেকে রসেড় মোড় ও আড়াচন্ডির মোড় হয়ে কাজীরহাট বাসস্ট্যান্ড পর্যন্ত কৃষিজমি এড়িয়ে বর্তমান মূল সড়ক ধরে ফোরলেন রাস্তা করার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার (১৬-নভেম্বর) বিকাল চারটায় স্থানীয় কয়েকশত লোক এই মানববন্ধনে অংশ গ্রহণ করে।এসময় মানববন্ধনে অংশগ্রহনকারীরা, কৃষকদের বাঁচাতে ফসলী কৃষি জমি এড়িয়ে মূল সড়ক ধরে ফোরলেন রাস্তা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে দাবী জানিয়ে ব্যানার নিয়ে রাস্তার পার্শে অবস্থান নেয়। পাশাপাশি জনদূর্ভোগ ও সড়ক দূর্ঘটনা রুখতে দ্রুত ফোরলেন রাস্তার কাজ বাস্তবায়ন করার জন্যও আহবান জানান।
উক্ত মানববন্ধনে জাজিরা পৌরসভার বর্তমান কাউন্সিলর খোকন জমাদ্দার, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম মোল্লা, আব্দুল দারোগা, মোসলেম দারোগা, আক্তার মাদবর, মান্নান মাদবর ও সাবেক কাউন্সিলর জলিল সরদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্থানীয় জনগন অংশ নেয়।
এসময় উপস্থিত মুরুব্বিদের মধ্য থেকে কয়েকজন আবেগ বিজড়িত কন্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে তাদের ভিটেমাটি, সহায়-সম্বল ও তিন ফসলী জমি রক্ষার্থে মূল সড়ক ধরে ফোরলেন রাস্তার কাজ দ্রুত অগ্রগতির জন্য আকুল আবেদন জানান।