সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধি শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২-নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভাটির কার্যক্রম শুরু হয়
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান( মহিলা) পারভিন আক্তার , জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, বীর মুক্তিযোদ্ধারা, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সৌরভ রেজা শিহাব, উপজেলা শিক্ষা অফিসার সহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছারাও আরো উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা আওয়ামীলিগ সভাপতি জি,এম,নুরুল হক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সমাজসেবক, রাজনৈতিক ব্যাক্তি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
বিজয় দিবসকে সামনে রেখে ও জনগণের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আত্মনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার অনুরোধ করেন কামরুল হাসান সোহেল। পাশাপাশি প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য করে গড়ে তুলতে, এনজিও কর্মীদের বেশি বেশি কৃষিঋণ দেয়ার আহ্বান জানান ইউএনও কামরুল হাসান সোহেল।
এছারাও প্রতিটি রাস্তায় গাড়ির গতি,ও বিজয় দিবস উপলক্ষে সিসি ক্যামেরা ও ডিটেক্টরের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষনে পদ্মা দক্ষিন থানা হতে উপস্থিত তদন্ত কর্মকর্তা ফারুক হোসেনকে আহবান করেন।এছারাও সাংবাদিক ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারিদের সাথে উক্ত বিষয়ে মতবিনিময় ও পরামর্শ করেন।