সোহেল রানা,কুড়িগ্রামঃ
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাফল্যে সবচেয়ে বেশী আনন্দিত আমাদের মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সাংবাদিকদের ভালোবাসা ও প্রত্যাশার একটি জায়গা। অগ্রাধিকারে অবশ্যই মফস্বল সাংবাদিক ফোরাম। আমরা উপজেলার যে সকল কর্মকর্তাদের বিষয়ে পজিটিভলি কাজ ও প্রোগ্রাম কাভার করি,তার বিনিময়ে ধন্যবাদ টুকু দিক সেটিও আমরা মফস্বলের সংবাদকর্মীরা নিতে চাইনা। কারণ আমাদের অবহেলিত রাজারহাট উপজেলার জন্য যে সকল কর্মকর্তা গন রুটিন ওয়ার্কের বাইরেও এলাকার ও আর্তপীড়িত মানুষদের উন্নয়ন ও সহযোগিতায় কাজ করে থাকেন,তাদের সে কাজগুলোর স্মীকৃতি এবং উৎসাহ যোগাতে কলমের লেখনি দারা জনগন তথা রাষ্ট্রের মালিক দের কাছে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম সে দিক থেকে উপজেলার শীর্ষ কর্মকর্তা হিসেবে সম্মানের শীর্ষে। কথাগুলো বলেন,দৈনিক সময়ের কাগজ সহ বিভিন্ন জাতীয় পত্রিকা, অনলাইন একাধিক পোর্টালের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ রাজারহাট উপজেলা শাখার সদস্য সাংবাদিক সোহেল রানা। তার মতে,নুরে তাসনিম শুদ্ধাচার পুরস্কার অর্জনের পর তার কাজের দক্ষতা,প্রশাসনিক নেতৃত্ব,বিচক্ষনতা ও কাজের ধারাবাহিক সফলতায় আবারও পুরস্কৃত হলেন। ১২ অক্টোবর বুধবার স্থানীয়।