ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহানসহ তিন পুলিশ কর্মকর্তা জেলায় শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, চোরাই আসামি গ্রেপ্তারসহ মোটরসাইকেল উদ্ধার, দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার, অন্যান্য ঘটনার আসামি গ্রেপ্তার এবং নাগরিক সেবা মূল্যায়নসহ সার্বিক বিবেচনায় তাদেরকে পুরস্কৃত করা হয়।
ভালো কাজের পুরস্কার পেলেন ওসি আলমগীরসহ ৩ কর্মকর্তা।পুরস্কৃত অন্য দুজন হলেন সদর থানার অন্তর্গত সদর ফাঁড়ির এস.আই মো:জাহাঙ্গীর আলম ও সদর থানার এ.এস.আই মো:আব্দুল করিম। এছাড়াও ভালো কাজের জন্য জেলা গোয়েন্দা শাখার এস.আই মো: আসগার আলীকে পুরস্কৃত করা হয়েছে। সভা সূত্রে এই সব তথ্য জানা গেছে।রবিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এএইচএম আবুদর রকিব তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ সাহীদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান যোগদানের পর দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেলেন।