সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ জনাব মোঃ জাকেরিয়া হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ ইশানুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২০/০৯/২০২২খ্রিঃ ১৪.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ শিমুলতলা মোড় এর পশ্চিমে মোঃ মামুন(৪০), পিতা-মৃত রশিদ খাঁ, সাং-রানীগ্রাম পূর্বপাড়, থানা ও জেলা-সিরাজগঞ্জ এর ধানক্ষেতের সামনে খোলা জায়গায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ দয়াল শেখ(২০), পিতা-মোঃ নূর ইসলাম শেখ, মাতা-মোছাঃ বানু বেগম, সাং-জানপুর উত্তরপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ’কে ৮০ (আশি) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে। পরবর্তীতে ০১ নং আসামী মোঃ দয়াল শেখ(২০) এর দেওয়া তথ্যমতে সিরাজগঞ্জ থানাধীন শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামস্থ মোছাঃ আকলিমা খাতুন (৪০), পিতা-মৃত সেকেন আলী এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ২। মোঃ রিফাত আহমেদ ইমরান(১৯), পিতা-মোঃ নুরুল শেখ ঈমান, মাতা-মৃত রেখা বেগম, সাং-চক শিয়ালকোল বালুরচর, থানা ও জেলা-সিরাজগঞ্জ’কে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীদ্বয়’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।