ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমানের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সকল চেয়ারম্যান, মেম্বার ও কাউন্সিলরদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল দুুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাটের জোসনারা পার্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিনা প্রতিদ্বি›দ্বীতায় নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন। চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামানের সঞ্চালানয় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোঃ আব্দুল জলিল, মোঃ তরিক-উজ-জামান, কবির আহম্মেদ খান, মোসাঃ হোসনো আরা, মোঃ আব্দুস সালাম, সংরক্ষিত নারী সদস্য মোসাঃ তাসলিমা খাতুন, শামীমা জাহান প্রমুখ। এর আগে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।