নিজস্ব প্রতিবেদকঃ- নিরেন দাস
জয়পুরহাটে ৩ ’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (০৩ অক্টোবর) ভোর রাতে শহরের পূর্ব বাজার এলাকায় ডিবিপুলিশ অভিযান চালিয়ে তাদের’কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের সামছুদ্দিন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৩৮), দা্মউদপুর খুলুপাড়া গ্রামের ওয়াহেদুল ইসলামের ছেলে আরাফাত (২২)।
আটককের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট গোয়েন্দা শাখা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান,জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে ডিবি’র কাছে এমন গোপন সংবাদ আসলে। উক্ত সংবাদের ডিবি পুলিশের একটি অভিযানিক দল শহরের পূর্ব-বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ৩’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আনোয়ার ও আরাফাত কে হাতেনাতে আটক করা হয়।
ওসি আরো জানান, আটককের পর উদ্ধারকৃত আলামতসহ জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।