বিশেষ প্রতিনিধিঃ- নিরেন দাস
এই প্রথম জাতীয় সংবিধান দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়জিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর,আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল(পিপি)সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় আলোচনা সভায় বক্তরা বাংলাদেশের সংবিধান জনগনকে জানা এবং বুঝার আহ্বান জানান।