মোঃ বনি (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি:
সামাজিক কোন্দলের জেরে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে রবিউল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
শুক্রবার বিকাল ৫.টার সময় হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স গেট ও মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রবিউল ইসলাম হরিনাকুন্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল ইসলাম উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স মসজিদে আছরের নামাজ পড়ে মসজিদের গেট দিয়ে বের হওয়ার সাথে সাথেই নিজ গ্রামের পলাশ মিয়া (২৬) সহ আজ্ঞাতনামা আরো ৩-৪ জন রবিউল ইসলামের উপর ঝাপিয়ে পড়েন। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে রবিউলের পিঠে ও মাথায় উপর্যুপরি কোপাতে থাকেন। এতে তার মাথা ও পিঠের বিভিন্ন স্হানে মারাত্মক যখম হয়। তার সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পলাশ সহ অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে একটি দা ফেলে রেখে পালিয়ে যান। স্হানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্হা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পেরন করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে জোড়া পুকুরিয়া গ্রামের বিবাদমান দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান লিটনের বক্তব্য জানতে তার সরকারী নম্বরে ( ০১৩২০১৪৪২২৭) একাধিকবার ফোন দেওয়ার পর অন্য এক পুলিশ সদস্য রিসিভ করেন। ওসিকে চাইলে তিনি বলেন, স্যার ব্যস্ত আছেন। অফিসার ইনচার্জের সরকারী নম্বরে ( ০১৩২০১৪৪২২৬) ফোন দিলেও তা কেটে দেওয়া হয়।