মোঃ বনি,, (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মানদিয়া আইডিয়াল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ১৯৯৮ সাল থেকে ২০২২ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন ।
২৩ এপ্রিল ২০২৩ রোজ (শনিবারে) র্যালি সহ সারাদিন ব্যাপি কলেজ চত্বরে সাংস্কৃতিক ও আলোচনা বিষয়ক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন (Btv) এর কণ্ঠশিল্পী বাউল রাসেল, এবং লালনশাহ মাজার হরিশপুর থেকে আগত বিনা সরকার সহ স্থানীয় কণ্ঠশিল্পী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ রবজেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান মাসুদ ৩ নং ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৭নং রঘুনাথপুর ইউনিয়ন। আরও উপস্থিত ছিলেন হরিনাকুণ্ডু প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ বনি আহাম্মেদ,
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মান্দিয়া আইডিয়াল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাসেম আলী।
অনুষ্ঠানে প্রাক্তন-ছাত্রী পরিষদের আহ্বায়ক মো: কামাল হোসেন সুবর্ণজয়ন্তীর বিভিন্ন পরিকল্পনার কথা সবাইকে অবহিত করেন।
এবং সকল ব্যাচের একজন করে সদস্য আগামী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এবং নিজেদের অতিত ও বর্তমান পরিস্থিতি বিষয় নিয়ে আলোচনা করেন।
ঈদ পুনর্মিলন অনুষ্ঠান উপলক্ষে প্রাক্তন ছাত্র ছাত্রীদের সকালের নাস্তা ও দুপুরের খাবার, ক্যাপ, গেঞ্জি, ব্যাচ দ্বারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সদস্য সচিব মো: কবিরুল ইসলাম।
এসময় প্রিন্ট , ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবিন্দ উপস্থিত ছিলেন