মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক রেল স্টেশন, তিস্তার গেট নতুন বাজার, স্টেশন রোড এলাকায় সোমবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বহিস্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ মানববন্ধনে নেতৃত্ব দেন ছাত্রনেতা টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের সাবেক-সাধারণ সম্পাদক এবং সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গাজীপুর মহানগর, জনাব মোঃ রেজাউল করিম। মানববন্ধনে বঙ্গবন্ধুর কূটক্তিকারীর ঠাই নাই লেখা ফেস্টুন হাতে নিয়ে প্রায় সহশ্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জাহাঙ্গীর আলমের বিচার দাবি করে বক্তব্য দেন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতিকর্মীবৃন্দ।