আবু হাসানঃ
গাজীপুরের টঙ্গী খাঁ-পাড়া, মোল্লাবাড়ি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজীপুর আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।জনশ্রুতি রয়েছে, তিনি দীর্ঘদিন যাবত ডিশ ব্যবসার আড়ালে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। গতকাল শনিবার গাজীপুর আদালতে আগাম জামিন আনতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে খাঁ-পাড়া পাটোয়ারি গলি এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাজার ভাতিজা তানভীর (২২), সোলায়মান হোসেন জনি (২০), দেলোয়ার হোসেন (৩৮), বিপ্লব হোসেন (২২) ও সালমানকে (২০) গ্রেফতার করে পশ্চিম থানা পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রাজার ভাতিজা তানভীরসহ অন্যরা জব্দকৃত মাদকদ্রব্যগুলো রেজাউল করিম রাজার বলে স্বীকার করে। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ২৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়। পরে শুনানি শেষে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। এঘটনায় রাজার নামেও একটি মামলা হলে রাজা পলাতক ছিলেন। পরে শনিবার গাজীপুর আদালতে জামিন আনতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মোঃ রেজাউল করিম রাজা জেল থেকে জামিনে বাহির হয়ে আবার মাদকের ব্যবসায় বেপরোয়া হয়ে উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী জানান রাজা আগের থেকে এখন অনেক ভয়ংকর রুপ নিয়ে মাদকের ব্যবসা শুরু করেছে। প্রশাসন যদি এখনি রাজাকে প্রতিহত না করে তাহলে এলাকার যুব সমাজকে ধ্বংস করে ফেলবে। ( ধারাবাহিক চলবে)