মোঃ রবিউল বিশেষ প্রতিনিধি
টেকনাফের হ্নীলা পানখালীর আলোচিত ও চাঞ্চল্যকর অপহরণকারী চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫
র্যাব-১৫, কক্সবাজার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারে, গত কিছুদিন ধরে অপহরণকারীরা অস্ত্রের মুখে সাধারণ মানুষদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে এবং এই ঘটনা প্রতিনিয়তই ঘটছে। ভুক্তভোগীর পরিবার এরই মধ্যে বিভিন্ন থানায় একাধিক মামলা করেছে। বর্ণিত ঘটনাটি কক্সবাজারের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করে গত ১৪ অক্টোবর ২০২২ তারিখ আনুমানিক রাত ১৯.৩০ ঘটিকায় র্যাব-১৫ এর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ পানখালী এলাকা থেকে বর্ণিত অপহরণ দলের সদস্য নুরুল আমিন (২৭), পিতা-জকির আহমদ, মাতা-রশিদা বেগম,সাং-পশ্চিম পানখালী, ওয়ার্ড নং-০৪, ইউপি-হৃীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী অপহরণের কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে পূর্বের মামলা মোতাবেক কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।