ওবাইদুর রহমান নয়ন টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ৩১ মার্চ (শুক্রবার) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস অধিনায়ক এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টেকনাফে বিজিবি’র পরিচালিত পৃথক দু’টি অভিযানে তিনজন আসামীসহ ২৪,৮৫৫ (চব্বিশ হাজার আটশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা জাগ্রত হয়ে বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আঞ্জ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা পেয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত দু’টি পৃথক অভিযানে তিনজন আসামীসহ ২৪, ৮৫৫ (চব্বিশ হাজার আটশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । উদ্ধার-১ । গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ৩১ মার্চ ২০২৩ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া চেকপোস্ট, হোয়াইক্যং চেকপোস্ট এবং শীলখালী অস্থায়ী চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। আনুমানিক ০৮০০ ঘটিকায় হোয়াইক্যং চেকপোস্ট হতে ২০০ গজ দক্ষিণে দুইজন হকার (পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন) পায়ে হেঁটে ক্রোকারিজ সামগ্রী বিক্রয় করছিল। চেকপোস্টের টহলদল কর্তৃক উক্ত দুইজন হকারের চলাচলের গতিবিধি ও আচরণ সন্দেহজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে চেকপোস্ট হতে কর্তব্যরত সৈনিক দ্বারা তাদের বহনকৃত ক্রোকারিজ সামগ্রী পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর একপর্যায়ে তাদের বহনকৃত ক্রোকারিজ ভর্তি ককসিটের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও আটককৃত আসামীদের নিকট হতে ০২টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়। ধৃত আসামীদের নাম ও ঠিকানা নিম্নরুপ : ১/ মোঃ ফারুক (৩৫), পিতা-সাজাহান মল্লিক , মাতা-মোছাঃ সাজেদা, গ্রাম-হাটশ হরিপুর, থানা- কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া । মোঃ জহির উদ্দিন (৪০), পিতা-মোঃ বদর উদ্দিন, মাতা-জহুরা বেগম, গ্রাম- হরিশংকরপুর, থানা- কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া।
এদিকে , শুক্রবার (৩১ মার্চ) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল । আনুমানিক ১১০০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস (পালকি ) চেকপোস্টে আসলে তা তদ্রাণীর জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি K9 এর সিপাহী ডগ টাইগার ও হ্যান্ডেলার যথারীতি উক্ত বাসটি তনল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ টাইগার একজন যাত্রীর বসার সীটের নীচে এবং তার হাতে ও পায়ে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। পরবর্তীতে ডগ হ্যান্ডেলার এবং কর্তব্যরত সৈনিক দ্বারা বর্ণিত যাত্রীর হাতে থাকা শপিং ব্যাগের ভিতর হতে ৪,৮৫৫ (চার হাজার আটশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর নিকট হতে ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়। ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ (১) রবিতোস চন্দ্র দাস (৩৭), পিতা-রবিন্দ্র চন্দ্র দাস, মাতা মেহের বালা দাস, দিলালপুর , থানা- বাজিতপুর , জেলা-কিশোরগঞ্জ । গ্রাম-খলাহাটি
উল্লেখ্য, আটককৃত আসামীদেরকে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ টাকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
অন্যদিকে , ৩১ মার্চ (শুক্রবার) বিকালে টেকনাফ ব্যাটালিয়ান ২বিজিবি’র উদ্যোগে ৬৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর সম্মানিত মহাপরিচালক মহোদয় এর দিক- নির্দেশনা অনুযায়ী সকল রিজিয়ন , সেক্টর ও ব্যাটালিয়ন কর্তৃক সারাদেশে অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র মাহে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী পরিচালনা করছে।