🔤
🔤 নিয়োগ বিজ্ঞপ্তি–ওয়াসি ফুড এন্ড বেভারেজ লিমিটেড (A Concern of SANAF GROUP).
পদের নাম ঃ টেরিটরী সেলস অফিসার (TSO).
বাংলাদেশের প্রতিষ্ঠিত কোম্পানী ওয়াসি ফুড এন্ড বেভারেজ লিমিটেডে (WFBL) এর নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বিভিন্ন খাদ্য পণ্য (টেস্টি স্যালাইন, ইলেক্ট্রোলাইট ড্রিংক পাউডার, ইনস্ট্যান্ট সফটড্রিংক পাউডার, গ্লুকোজ পাউডার, চকোলেট, ড্রিংকস, চা-পাতা, চিনিগুড়া চাল) ইত্যাদি বাজারজাত করনের জন্য টেরিটরী সেলস অফিসার (TSO) আবশ্যক।
বেতন ঃ১৮/২০হাজার টাকা–“টিএ/ডিএ, বিক্রয় কমিশন,মোবাইল বিল সহ অনান্য সুযোগ সুবিধা-প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি সহ চাকরি বিধি অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান”।
নিয়োগ প্রক্রিয়া ঃসিভিতে পদের নাম,কাঙ্খিত জেলা/বিভাগের নাম উল্লেখপূর্বক সিভি প্রেরন জরুরী।
আবেদন শেষ তারিখ ঃ আগামী বুধবার তারিখ ৩১ই মে, ২০২৩।
সম্ভাব্য মৌখিক পরিক্ষা–আলোচনা সাপেক্ষে মৌখিক পরিক্ষার সময় ও তারিখ জানানো হবে।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে–কর্মে যোগদান জুন/২০২৩ এর মধ্যেই।
Email : corporate@sanafgroup.com , hos@sanafgroup.com ( শুধুমাত্র ইমেইল এর মাধ্যমে সিভি গ্রহন )–জরুরী প্রয়োজনে ঃ ০১৩১৪০৪১৯৯৭(অফিস টাইম).
অভিজ্ঞতাঃবিক্রয় কার্যক্রমে ২/৩ বৎসরে অভিজ্ঞতা, সুপারডিপো/পরিবেশক এবং এস,আর/সিম,এম নিয়োগ সহ সব ধরনের চ্যালেঞ্জ গ্রহনের মানসিকতা থাকতে হবে।
নোট ঃ টেস্টি স্যালাইন,ইলেক্ট্রোলাইট ড্রিংক পাউডার,ইনস্ট্যান্ট সফটড্রিংক পাউডার, গ্লুকোজ পাউডার বিক্রয়ে এবং সুপারডিপো/পরিবেশক নিয়োগে পারদর্শীদের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
Corporate Office :- WASI FOOD & BEVERAGE LTD (A Concern of SANAF GROUP) House 1-1219, Road-10, Avenue-10, Mirpur DOHS,Dhaka-1216. Office Corporate Nob ‘01314041997. Emil:-corporate@sanafgroup.com.