ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নের মৎস্যজীবী লীগ সভাপতি শাকিল আহম্মেদ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্যজীবীলীগ ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় ঠাকুরগাঁও শহর চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন শাকিলের স্ত্রী কাকলী আক্তার,শাকিলের বড় ভাই সোয়েব সায়ীদ,চাচা রমজান আলী, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আনিসুজ্জামান রুবেল ও উপজেলা মৎস্যজীবী লীগের নেতারা।
এ সময় বক্তারা বলেন, ভিডিওতে দেখা যায় কিভাবে সন্ত্রাসীরা শাকিলকে পিটিয়ে মেরেছে। অথচ আজ পর্যন্ত প্রশাসন এজাহার ভুক্ত আসামীদের ধরতে পারেনি। শাকিলের বড় ভাই সায়ীদ বলেন, এখন রাত হলেই আমাদের টিনের চালে ইট পড়ে। গেটে রামদা দিয়ে কোপানো হয়। মুঠোফোনে সন্ত্রাসীরা হুমকি দেয় যা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। অনতিবিলম্বে বক্তারা প্রধান আসামী চেয়ারম্যান রফিকুল সহ প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান।