শরীয়তপুর থেকে আক্তার হোসেনঃ
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড আদাশন গ্রামে, ৫৬ নং পূর্ব আদাশন সঃ প্রাঃ বিদ্যালয়ের একশত গজ দূরে চলছে অবৈধ ড্রেজার।স্কুলের কাছাকাছি অবৈধ ড্রেজার মিশিন বসানোর কারণে বিকট শব্দে পাঠদানে সমেস্যা হয় কোমলমতি শিক্ষার্থীদের। বিগত এক মাসেরও বেশি সময় ধরে একই যায়গায় অবৈধ ড্রেজার মিশিন চলার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি অতিষ্ঠ এলাকাবাসী।
স্থানীয় সুত্রে জানাযায় এক মাসেরও বেশি সময় ধরে একটি চক্র অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলন করে আসছে। বেন গাড়ি চালক মোঃ দেলোয়ার হোসেন বলেন, অবৈধ ড্রেজার পাইবের লাইন মাঝে মধ্যে হঠাৎ করে রাস্তার উপরে দিয়ে নেয়ার কারণে দুর্ভোগে পড়তে হয় আমাদের, মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন বলেন, অবৈধ ড্রেজার পাইবের লাইন সঠিক নিয়ম না মেনে যেমন খুশি তেমন ভাবে ডাইভিশন দিয়ে ভোগান্তিতে ফালায় সাধারণ মানুষকে। গাড়ি চালক শহীদ বেপারী বলেন অবৈধ ড্রেজার পাইবের লাইন, কখনো গাছের গোড়া , কখনো বালুর বস্তা, কখনো ইটের গোড়া দিয়ে, আইলেন দেয়।এতে অনেক কষ্ট হয় আমাদের গাড়ি চালাতে, তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
আশেপাশে স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ অনেকদিন যাবত এখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলন করে আসছে। মাঝে মধ্যেই শিধলকুড়া তহসিল অফিস থেকে অফিসার আসে, কিন্তু ড্রেজার মিশিন বন্ধ হয় না।
এব্যাপারে (১৮/১১/২০২২/ শুক্রবার) শিধলকুড়া তহসিলদারকে মুঠোফোনে অবগত করলে তিনি বলেন, আমি গতকাল এসিল্যান্ড স্যারকে জানিয়েছি,প্রয়োজনে আবার আগামীকাল জানাবো।