আবু হাসান ঃ
ঢাকার গেন্ডারিয়াতে এক নারীকে ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন। যৌতুকের টাকা না পেয়ে ঐ নারীকে তালিক প্রদান। ঐ নারী আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। আসামীর বড় ভাই ও বড় বোন জামাই মামলা তুলে নেওয়ার জন্য প্রতি নিয়ত হত্যার হুমকি। প্রশাসনের সাহায্য কামনা।
ঢাকার গেন্ডারিয়াতে রিতা আক্তার (২৫) নামে এক নারীকে প্রেমের জালে ফাসিয়ে গত ১৬/১০/২০২০ ইং তারিখে ৫ লক্ষ টাকা দেন মোহর ধার্য করে বিয়ে করেন প্রতারক মোঃ ইমদাদুল হক (২৬) বিয়ের কিছু দিন যেতে না যেতেই ৩ লক্ষ টাকার জন্য চাপ সৃষ্টি করে। ঐ নারী টাকা দিতে অপারগতা করিলে তাহার উপর চলে অমানুষিক নির্যাতন। শুধু নির্যাতন করেই খ্যান্ত হয় নি, গত ২৭/০৬/২০২১ ইং তারিখে আমার বাড়ীতে কোর্টের মাধ্যমে একটি তালাকের নোটিশ পাঠায়। প্রতারক চট্টগ্রাম জেলার রাওজান থানার হলদিয়া,জীবন বাড়ী গ্রামের আজহারুল হকে ছেলে। গত ১৯/০৮/২০২১ ইং তারিখে ঐ নারী বাদী হয়ে ঢাকা বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম এর আদালতে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করে। সি আর মামলা নং-২৮২/২০২১। মামলা করার পর থেকে আসামীর বড় ভাই জিয়াউল হক ও বড় বোন জামাই মোকছেদ মামলা তুলে নেওয়ার জন্য সব সময় চাপ প্রয়োগ করে আসছে। অন্যথায় ঐ নারীকে অপহরণ ও হত্যা করবে বলে হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে ঐ নারীর সাথে কথা হলে তিনি বলে আমি এবং আমার পরিবারের সাথে এমদাদুল হক চরম প্রতারনা করেছে আমি বাংলাদেশ সরকারের কাছে এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।