স্টাফ রিপোর্টার: মোঃ মুশফিকুর রহমানঃ
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিতোরিউ কারাতে দো বাংলাদেশের আয়োজনে ১০,১১ অক্টোবর দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সিতোরিউ কারাতে সেমিনার ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মিরপুর শহিদ সরোওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সিতোরিউ কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন জাপান কারাতে ফেডারেশনের কোচ মিস্টার সিহান হারা ইউসুতুমি ব্লাক বেল্ট ৮ম ড্যান (W K F) ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাপানি কোচ সিহান কিতামুরা তেত্সিরো ব্লাক বেল্ট ৬ষ্ঠ ড্যান (W K F) বাংলাদেশের বিভিন্ন জেলাও সংস্থা থেকে ২৫০জন সিনিয়র কারাতে প্রশিক্ষক ও ব্লাকবেল্ট ধারী কারাতে খেলোয়াড়রা অংশ নেয়।
আজ সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্যে এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন ভালো খেলোয়াড়ের সাথে নিজেকে ভালো মানুষ করে গড়ে তুলতে হবে। বক্তব্য শেষে সন্মাননা ক্রেস্ট বিতরণ করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এবং জাপানি কোচ সিহান মিস্টার হারা ইউসুতুমি বাংলাদেশে আবার আসার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন। বক্তব্য শেষে সেমিনারের প্রশংসা পত্র বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এয়ার ভাইস মার্শাল (অবসর প্রাপ্ত) সানাউন হক, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি ও ইয়াং কিং মার্শাল আর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদকসিহান মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল আমিন চঞ্চল।