রবিবার , ১৬ এপ্রিল ২০২৩ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আত্মহত্যা
  9. আন্তর্জাতিক
  10. আরো
  11. আলোচনা সভা
  12. ইসলামিক
  13. উদ্ধার
  14. কবিতা
  15. কমিটি গঠন

তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর কলেজ শিক্ষক মোহাম্মদ হবিবুল্লাহ’র স্ত্রী হাজেরা বেগম এর হত্যাকারী মোঃ আবিদ হাসান গ্রেফতার

প্রতিবেদক
ঢাকার টাইম
এপ্রিল ১৬, ২০২৩ ১১:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

ঈশ্বরদীতে কলেজ শিক্ষক মোহাম্মাদ হবিবুল্লাহ্ এর স্ত্রী হাজেরা খাতুনের (৭৫) হত্যাকারী মোঃ আবিদ হাসানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১২ এপ্রিল/২৩) রাতে কক্সবাজার কলাতলীস্থ সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এহসান বোর্ডিং এর ১০৩ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার নিকট থেকে নিহত বৃদ্ধা হাজেরা খাতুনের খোয়া যাওয়া স্বর্ণের দুই জোড়া কানের দুল, এক জোড়া বালা (চুড়ি), নগদ ২০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। (১৫ এপ্রিল) শনিবার সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি। গ্রেফতারকৃত মোঃ আবিদ হাসান পাবনার সাথিয়া উপজেলার বিলসলঙ্গি জোলাপাড়া এলাকার মৃত রতন আলীর ছেলে। বর্তমানে সে ঈশ্বরদীর চর সাহাপুর নতুন হাট এলাকার আব্দুল লতিফের বাড়ীতে থাকতেন। আর বিভিন্নজনের বাড়ির গিয়ে ছোটখাট কাজ করতেন। এর আগে গত ৩ এপ্রিল রাত আনুমানিক ৭ টার দিকে ঈশ্বরদী ইপিজেড সংলগ্ন বাঘইল গ্রামের নিজ বাড়ির শোবার ঘরের মেঝেতে রক্তাক্ত মৃত অবস্থায় হাজেরা খাতুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলে সিবা-এল-রাজ্জাক বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৪। গ্রেফতারকৃত আসামী আবিদ হাসানের বরাত দিয়ে পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, হত্যাকান্ডের ৫/৬ দিন আগেও আবিদ হাসান নিহত হাজেরা খাতুনের বাড়ীতে কাজ করেছে। এই সময় বাড়িতে হাজেরা খাতুনের একা থাকাসহ ঘরে নগদ অর্থ ও স্বর্ণালংকার থাকার বিষয়টি নিশ্চিত হয় আবিদ। এরপর থেকেই বৃদ্ধা হাজেরা খাতুনকে হত্যা করে বাড়ি হতে চুরি করার পরিকল্পনা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে আবিদ। ঘটনার দিন সকালে ভিকটিম হাজেরা খাতুন বাড়ির গাছ থেকে শিমুল তুলা, সুপারী ও সজিনার ডাটা পাড়ানোর জন্য আবিদকে ডেকে আনান।
সজিনার ডাটা পারারপর বিকেলে শিমুল তুলা পারার জন্য আসতে বলে। দুপুর অনুমান আড়াইটার দিকে আবিদ ভিকটিম হাজেরা খাতুনের বাড়িতে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তখন আবিদ বালিশ চাপা দিয়ে ভিকটিমের শ্বাস রোধ করে। এই সময় ভিকটিম জেগে গিয়ে জোরাজোরি করতে গিয়ে খাট থেকে নিচে পরে যায়। আর খাটের নিচে থাকা বাটিতে লেগে কপাল কেটে যায়। এরপর আবিদ আবার বালিশ দিয়ে শ্বাস রোধ করে বৃদ্ধা হাজেরা খাতুনের মৃত্যু নিশ্চিত করে। এরপর হত্যাকারী আবিদ ভিকটিম হাজেরার হাতের চুরি ও কানের দুল খুলে নেয় । আলমারি খুলে নগদ ৩০ হাজার ৭শ টাকা ও কানের দুল নিয়ে ভিকটিমের বাড়ী তালাবদ্ধ করে পালিয়ে যায়। পুলিশ সুপার আকবর আলী মুন্সি আরও জানান, হত্যাকান্ডটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ঈশ্বরদীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মানববন্ধন করা হয়। সরব হয়ে উঠে গণমাধ্যমে। ব্যাপক চাপেরও সৃষ্টি হয়েছিল। বিভিন্ন আলামত ও তথ্যের ভিত্তিতে হত্যাকারীকে চিহ্নিত করা হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ জিয়াউর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও পুলিশ পরিদর্শক মোঃ হাসান বাসির এর নেতৃত্বে একটি চৌকস দল হত্যাকারীকে গ্রেফকারের জন্য ঢাকা, মুন্সিগঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করতে থাকে। অবশেষে গত বুধবার রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ভাঙ্গায় কাটা তারের বেরায় অবরুদ্ধ দুই পরিবার পরিবার

জমি অধিগ্রহণসহ নানা প্রকল্পে চলছে রাজশাহী উন্নয়ন কতৃপক্ষের হরিলূট

শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান ময়না চেয়ারম্যান

জয়পুরহাটে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে
৩৬ লক্ষ টাকার হেরোইনসহ ০২নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হাকিমপুর থানা পুলিশ কর্তৃক ১৯০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ পুলিশ অফিসার হয়ে সাফল্য অর্জন করলেন মোঃ শাহাদাৎ

বিশ্ব ইজতেমায় টঙ্গী ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা বাণী জানিয়েছেন রবিউল ইসলাম

ভাঙ্গায় আওমীলীগ নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও হয়রানির প্রতিবাদে মানব বন্ধন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

%d bloggers like this:

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট