আরিয়ান খান ইভান
মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ঈদ পূণর্মিলনী এবং বই সংগ্রহ অভিযান উপলক্ষে ১৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২০২২ সালে প্রতিষ্ঠিত তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের বই সংগ্রহ এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ক্লাবের সদস্য, চাকরিজীবী, ব্যবসায়ী, প্রবাসী, যুব সমাজ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজারে স্থাপিত পাঠাগারে ঈদুল ফিতরের পরের দিন সকাল ৯টায় ঈদ পুনর্মিলনী ও বই সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য জনাব ফারুক আহমেদকে আহ্বায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠান সফল করতে কামাল হোসেন, হাসানুল হক, ইউনুস আলী, রাকিবুল হাসান রেফাজ, জাহাঙ্গীর মির্জা, জহিরুল ইসলাম সামি, আরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, মেহরাব হাসান মামুন, আর এম সবুজ, নাহিদ হাসান, জহিরুল ইসলাম সাগর ও শোয়াইব মাহমুদ এদেরকে অনুষ্ঠান বাস্তবায়ন আহ্বায়ক কমিটির সদস্য করা হয়।