সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী তানোরের মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস পুষ্টি প্রকল্পের উদ্যোগে কৃষকদের শিক্ষণীয় বিষয় প্রদর্শন ও গণ সচেতনতা কর্মসূচী শীর্ষক দুই দিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়। আজ (১৪নভেম্বর) সোমবার
কারিতাস- রাজশাহী অঞ্চলের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডেভিড এর সভাপতিত্বে কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান।ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল্লাহ আহমেদ, কারিতাস কো-অর্ডিনেটর সাবরিন, কারিতাস- রাজশাহী অঞ্চলের নাটোর জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ একরামুল হক, বিশিষ্ট সমাজ সেবক এমদাদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাস- রাজশাহী অঞ্চলের গবেষণা কর্মকর্তা এস এম জিল্লুর রহমান। রবিবার শুরু হওয়া এই কৃষি মেলায় ১৮টি স্টল স্থাপন করা হয় এবং এই সব স্টলে আধুনিক প্রযুক্তিতে কৃষি ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষি নির্ভর বড়াইগ্রাম উপজেলার শত শত কৃষক, স্থানীয় নারী-পুরুষ ও সুধী সমাজ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করেন। মুন্ডুমালা পৌর এলাকার কৃষক আব্দুর রহমান জানান, কৃষি মেলায় এসে সে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করার অনেক নতুন কৌশল শিখতে পেরেছি। মুন্ডুমালা পৌর এলাকার কৃষক সেলিম জানান, চাষাবাদের ক্ষেত্রে শিক্ষণীয় অনেক কিছু ছিল এই মেলায়, যা সঠিক ভাবে কাজে লাগালে অধিক ফসল উৎপাদন সম্ভব। মেলা কর্তৃপক্ষ দুই দিনের এই মেলায় কৃষক ও বিভিন্ন স্তরের জনগণের আগ্রহ ও উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।