সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় ও ডাসকো ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ভিশন সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ব্র্যাকের পল্লী সমাজের সদস্য, কিশোরী ক্লাবের সদস্য, সরকারি-বেসরকারী সংগঠনের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিপুল সংখ্যক নারী র্যালীতে অংশগ্রহণ করেন। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন-জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন,মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম।তানোর থানার এসআই নিজাম উদ্দিন,ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা আব্দুল হান্নান , ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা লরেন্স প্রমুখ।