সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে রবি মৌসুমে কৃষি প্রনোদার কর্মসূচির আওতায় গম, ভোট্টা, সরিষা ও শীতকালীন পেঁয়াজ সহ নানা ফসলের বীজ ও সার পেলেন ৪০০ হাজার ৭০জন কৃষক।বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রনোদা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর ও (ভূমি) কমিশনার আবিদা সিফাত। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এ উপজেলায় ২২ ২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, পেঁয়াজ, মসুর, ভুট্টা, আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৪হাজার ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রনোদার আওতায় বিনামূল্যে সার ও বীজ পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পূর্ণবাসন সহায়তা মোতাবেক এ প্রনোদা দেওয়া হয়েছে।