সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
“সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন”এই শ্লোগানের প্রতিপাদ্য বিষয়কে সামানে রেখে রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিতহয়েছে।রবিবার(২৩জুলাই)সকাল ১০টা৩০মিনিটে দিবসটিউপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন আয়োজিত এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তানোর উপজেলা নির্বাহীঅফিসার(ইউএনও)বিল্লাল হোসেন মহোদয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)আবিদা সিফাত।তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রহিম,তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা(টিএইচও)ডাঃবার্নাবাস হাসদাক।তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা কর্মকর্তা ফজলুল হক,তানোর মহিলা কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোস,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,মাধ্যমিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান,এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।