সুজন তানোর (রাজশাহী)প্রতিনিধিঃ
“সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪-অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে কন্যাশিশু অধিকার বিষয় একটি সচেতনতামূলক র্যালী বেরিয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা এস এম ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমী) আবিদা সিফাত,আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা এস এম ফজলুর রহমান।সভাটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তানোর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) উসমান গনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কন্যাশিশু এবং অবিভাবক বৃন্দ।বক্তারা লিঙ্গ বৈষম্য দূরীকরণ, কন্যাশিশুর শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, কন্যাশিশুর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহর কুফল বিষয়ে আলোচনা করেন।