সুজন তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনকে তানোর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জানা গেছে, ২০ অক্টোবর বৃহস্প্রতিবার তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, সাধারন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাঁধাইড ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,কাঁমারগা ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদ,চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু প্রমুখ। এদিকে আওয়ামী লীগ, বিদ্রোহী ও বিএনপি মিলেমিশে সংবর্ধনা দেয়ায় অনেকের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে রাজশাহী জেলা পরিষদের দুই নম্বর ওয়ার্ড। গত ১৭ অক্টোবর সোমবার জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন মাইনুল ইসলাম স্বপন।