সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
‘নিরাপদ মাছে ভরবো দেশ,মুজি বর্ষে বাংলাদেশ’এ শ্লোগান সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা বিলকুমারী বিলে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।২০২২-২৩ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় তানোর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ১০০কেজি রুই,কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।জানা গেছে(১৪জুন) বুধবার দুপুর ১২টার দিকে বিলকুমারী বিলে এ কর্মসূচীর উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন তানোর উপ জেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা সমাজ সেবা অফিসার হোসেন খান,প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন মিয়া,পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলাম,সহকারী মৎস্য অফিসার শরীফ আহমেদ প্রমূখ।এসময় তানোর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।