সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব মোঃবিলাল হোসেন এর সাথে সকল শ্রেণির মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১টার সময় তানোর উপজেলা প্রশা সনের উদ্যোগে উপজেলা কনফারেন্স হলরুমে মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)জনাব মোঃ বিল্লাল হোসেন এর সাথে উপ জেলার সকল দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,সকল রাজনৈতিক নেতা,সকল ইউপি চেয়ারম্যান,সকল ইউপি সচিব,সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,মসজিদের ইমাম,সাংবাদিক,ব্যবসায়ী,পেশাজীবি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় বক্তারা বিভিন্ন মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সহকারী ভূমি কমিশনার আবিদা সিফাত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,এসময় আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও ৭টি ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)জনাব মোঃবিল্লাল হোসেন বলেন, তানোর কে সামনের দিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানু ষের সহযোগিতা কামনা করি।জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সব কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই। সবাই পাশে থাকলে সব ভালো কাজ করা সম্ভব হবে বলে মনে করেন।