সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার সহকারী কমিশনার (ভুমি)হিসেবে যোগদান করেছেন মোছাঃআবিদা সিফাত। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পংকজ চন্দ্র দেবনাথের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে চলতি মাসের ৬ তারিখে রাজশাহীর জেলা প্রসাশকের কার্যালয়ে যোগদানের পরে তানোর এসিল্যান্ড হিসেবে পদায়ন দিয়ে ১৫দিনের জন্য রাজশাহীর বোয়ালিয়া ভুমি অফিসে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। ৩৭ তম ব্যাচের বিসিএস ক্যাডার এই কর্মকতা এর আগে গাজীপুর জয়দেবপুরের বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা এবং চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। নবাগত এই কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন তানোর কে দুর্নীতিমুক্ত দালাল মুক্ত সহজীকরণ শেবা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবো। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।