সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে জামায়াত- বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড ও মিথ্যাচারের বিরুদ্ধে আগামি ১৭ সেপ্টেম্বর শনিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়েছে। এদিকে প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষে তানোর পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রস্ত্ততি সভা আয়োজন করা হয়েছে।জানা গেছে, ১২ সেপ্টেম্বর সোমবার তানোর পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আকচা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত প্রস্ত্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ নেতৃত্ব আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও পঙ্কজ কুমার হালদার প্রমুখ।