সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকণ্যা, জাতিসংঘের ঘোষিত ২য় সেরা প্রধানমন্ত্রী দেশরতত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, ২৮ সেপ্টেম্বর বুধবার উন্নয়ন, সমৃদ্ধি, আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু কন্যা, বিশ্বের দ্বিতীয় সৎ নেতৃত্ব,প্রধানমন্ত্রী ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও কেককাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার সুজন, রামিল হাসান সুইট, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তানভির রেজা, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, রোকন সরকার, রাব্বি আল আমিন, সাদিকুল ইসলাম সাদেক ও পঙ্কজ কুমার হালদার প্রমুখ।