তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন- টুটুল।
আজ ঐতিহাসিক “৭ মার্চ”
একটি হাতের তর্জনী,
একটি দেশের স্বাধীনতা।
১৯৭১ এর এদিনে ঢাকাস্ত রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে, জ্বালিয়েছিলেন নিপীড়িত মানুষের মনে আশার আলো বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তাঁর সৃতিচারণে সরনজাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বিশেষ দোয়া ও আলচনাসভায় উপস্থিত ছিলেন রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য আলহাজ্ব সাঈদুর রহমান (আবুসাঈদ) এবং সরনজাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সুধিসমাজের ময়মুরুব্বিগণ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
উপস্তিতিদের সাথে নিয়ে বঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিউরেলে পুষ্পস্তবক অর্পণ করে বীনর্ম শ্রদ্ধা জ্ঞাপন করেন!!