সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
“শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর তানোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জানা গেছে ১৮ অক্টোবর মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনা, কেক কাটা, দোয়া মাহফিল এবং প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় ও
সভাপতি এবং জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার সুজন, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট, ওহাব হোসেন লালু, ওয়াজির হাসান প্রতাপ সরকার, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা রাব্বি আল আমিন, সাহাবুদ্দিন, রাশেদুজ্জামান রাশেল ও সাদেকুল ইসলাম সাদেক প্রমুখ। অন্যদিকে একই দিন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এদিন শেখ রাসেলের জীবনীর ওপর আলোচনা, দোয়া, কেক কাটা ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রামিল হাসান সুইট ও রাব্বি আল আমিন প্রমুখ।