সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন, এ প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর তানোর উপজেলায় ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা চত্বরে আজ শনিবার বর্ণাঢ্য র্যালি ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আতিউর রহমান,সহকারী পরিদর্শক শ্যামল কুমার ঘোষ।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ
বলেন, আশ্রয়ণ প্রকল্প সমবায় আন্দোলনের ফসল।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। তাঁর অন্যতম উন্নয়ন দর্শন ছিল ‘সমবায়’। সেই লক্ষ্যে এ দেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের অন্যতম সমবায় প্রতিষ্ঠান ‘মিল্কভিটা’ গড়ে তুলেন।
সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আতিউর রহমান বলেন,
সমবায়ের মাধ্যমে দারিদ্র্য মোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। বর্তমানে সমবায় দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সহকারী পরিদর্শক শ্যামল কুমার ঘোষ বলেন,গ্রামের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নত গ্রামীণ জীবন যাপনের সুযোগ ও গ্রাম থেকে শহরমুখী জনস্রোত কমাতে এ প্রকল্প ভূমিকা রাখছে। সমবায় খাতে বাজেট বৃদ্ধিসহ প্রশিক্ষণ, আর্থিক ও উপকরণ সহায়তা প্রদানের কারণে সমবায়ীদের জীবনমান ও সামাজিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।আলোচনা সভার শেষে তিনটি সমবায় সমিতিকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। সমবায় সমিতি গুলো হল,মুন্ডমালা মহিলা সমবায় সমিতি, শ্রী ঘন্টা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি ও শ্রী ঘন্টা মৎস্য চাষী সমবায় সমিতিকে।