সুজন তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকল শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বীরমুক্তি যোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (২৬ ই মার্চ) রবিবার ঐতিহ্যবাহী তানোর শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসের সংবর্ধনা, আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,তানোর থানার অফিসার ইন্চার্জ(ওসি) কামরুজ্জামান মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন প্রমূখ।এর আগে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ চত্তরে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, পুলিশ, আনসারসহ কুজকাওয়াজ, ডিসপ্লে, প্রীতি ফুটবল ম্যাচ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।