সুজন তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের পাঁন্দর ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ১১ সেপ্টেম্বর রোববার ইউপির ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক জুবায়ের ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি যুবলীগ সভাপতি রবিউল ইসলাম ও সিরাজুল ইসলাম সিজারপ্রমুখ।এছাড়াও ওয়ার্ড যুবলীগের সকল নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এদিকে একই দিন তালন্দ ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। ইউপি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও হারান চন্দ্র প্রমুখ।