রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আরো
  10. আলোচনা সভা
  11. ইসলামিক
  12. উদ্ধার
  13. কবিতা
  14. কমিটি গঠন
  15. কৃষি সংবাদ

তানোরে লক্ষ্মীপুজার আনন্দে ভাসছে হিন্দুসম্প্রদায়ের ভক্তরা

প্রতিবেদক
ঢাকার টাইম
অক্টোবর ৯, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ

 

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

আজ ৯ অক্টোবর রবিবার সকল মন্দির ও ঘরে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর তানোরে লক্ষ্মীপুজা
‘সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী বলা হয় লক্ষ্মী দেবীকে, সেই লক্ষ্যেই আরাধনা করা হয় তাঁকে। লক্ষ্মী দেবীকে হিন্দু শাস্ত্র মতে ধনসম্পদের দেবী বলা হয়।শারদীয় দুর্গোৎসবের আনন্দ কাটিয়ে এবার ধনদেবী লক্ষ্মী পুজা। ঘরে ঘরে মহিলারা সারাদিন উপবাস করে রাতে হিন্দুসম্প্রদায়ের ভক্তরা লক্ষ্মীপুজা করবে। লক্ষ্মী দেবীকে সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী বলা হয়, সেই লক্ষ্যেই আরাধনা করা হয় তাঁকে।সনাতন ধর্মালম্বীদের মতে, মা লক্ষ্মীকে ধনসম্পদের দেবী বলা হয়।হিন্দুসম্প্রদায়ের ভক্তরা দিন ঘরে ঘরে তাঁকে পুজো করা হয়। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতেই লক্ষ্মীপুজা হয়। ধন, খ্যাতি, যশ, সুস্বাস্থ্যের জন্য কোজাগরী লক্ষ্মী পুজা করেন ভক্তরা ।হিন্দু শাস্ত্রমতে, লক্ষ্মীর কৃপা সম্পূর্ণ রূপে পেতে হলে এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজার দিন করলে তিনি সন্তুষ্ট হন। লক্ষ্মী হলেন আদি শক্তির সেই রূপ, যিনি বিশ্বকে বস্তুগত সুখ প্রদান করেন।শাস্ত্রমতে সমৃদ্ধি, অর্থ, দ্রব্য, রত্ন এবং ধাতুর অধিপতি দেবীকে বলা হয় লক্ষ্মী। শাস্ত্রজ্ঞরা বলেন, লক্ষ্মী লাভের কিছু উপায় আছে, যা করলে তিনি প্রসন্ন হন এবং তার কৃপা বর্ষণ করেন। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, এদিন রাত জেগে ঘর আলো করে যে বসে থাকেন, তার ঘরেই লক্ষ্মীর প্রবেশ ঘটে। এদিন ভক্তদের আশীর্বাদ দান করতেই মর্তে নেমে আসেন দেবী লক্ষ্মী। এই তিথিতে যাঁরা রাত জেগে দেবীর আরাধনা করেন, অপেক্ষায় থাকেন, দেবী তাকে বিশেষ কৃপা করেন। এদিন সকলেই নিজের সাধ্য মত লক্ষ্মীপুজা করে থাকেন।আজ প্রতি দুর্গা মন্দির ও ঘরে ঘরে লক্ষ্মীপুজার আয়োজন করা হয়। এদিন ছোট ছেলে-মেয়েরা নাচ গান গীতা পাঠের আয়োজন করে থাকে। আনন্দে মেতে উঠে ভক্ত বৃন্দরা।

সর্বশেষ - সারা দেশ

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট