সুজন তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই স্লোগানকে সামনে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহীর তানোর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ অক্টোবর) সকাল ১১ টায় তানোর উপজেলা পরিষদের শহিদ মিনার চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তানোর মহিলা কলেজ এর অধ্যক্ষ জনাব অনুকূল কুমার ঘোষ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর মহিলা কলেজের অধ্যক্ষ মুনসেফ আলী,পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাম কমল সাহা,চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম,এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা।