সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে ৪৯ তম জাতীয় স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে তানোর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবারো উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্যের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার সহ স্থানীয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মী উপজেলার গন্যমান্য ব্যক্তি বর্গরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।