সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।মঙ্গলবার (৭মার্চ) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, তানোর উপজেলা প্রশাসন, তানোর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) গোদাগাড়ী ইউএনও জানে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য ও তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক মো. আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, নারী ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার, আওয়ামী লীগ নেতা প্রভাত মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, বিএমডিএ কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম। মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান,
উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান,তানোর থানার ওসি কামরুজ্জামান মিঞা,আরও উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুমন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছাড়াও বিপুল সংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অপরদিকে তানোর উপজেলা আওয়ামীলীগ ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয। এ সময় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।