সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের গ্রামীণ উন্নয়ন মূলক কাজ ও শিক্ষার গুনগত মান উন্নয়নে ও উন্নত শিক্ষা নিশ্চিত করনে উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ক্রমে পরিদর্শনের অংশ হিসাবে
মালবান্ধা এবং কন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালবান্ধা হাই স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)বিল্লাল হোসেন।সোমবার(২০শে নভেম্বর)শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)বিল্লাল হোসেন এর সঙ্গে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওসার আহমেদ,নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান।এবং কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষীকা। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)বিল্লাল হোসেন কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষকদের সাথে মতবিনিময় কালে কলমা ইউপির বিভিন্নবিষয়ে আলোচনা ও বিদ্যালয়ের সমস্যাদি এবং শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।শিক্ষার উন্নয়নে আরো আন্তরিক ভাবে প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।পরিদর্শনকালে নির্বাহী অফিসার ইউএনও বিল্লাল হোসেন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনী কক্ষ পরিদর্শন ও ছাত্র ছাত্রীদের সংঙ্গে মতবিনিময় করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন তানোর উপজেলার শিক্ষার গুনগত মান উন্নয়নে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।