সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভার উদ্যোগে ট্যাক্স ও কর নির্ধারণে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকেল ৫টার দিকে তানোর পৌরসভার কালীগঞ্জ হাটে এ সভা অনুষ্ঠিত হয়।তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার মেয়র তানোর পৌর আওয়ামীলীগের সভাপতি ইমরুল হক।এ সময় উপস্থিত ছিলেন তানোর পৌরসভার উচ্চমান সহকারী আঃ সবুর,কর নির্ধারক বিমল চন্দ্র প্রামানিক,কার্য সহকারী অহেদুজ্জা মান বাবু, মাহাবুর রহমান,সংরক্ষিত নারী কাউন্সিলর মোমেনা আহমেদ,কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু, সমাজ সেবক আঃরাজ্জাক প্রমুখ।এ বিষয়ে তানোর পৌরসভার মেয়র ও তানোর পৌর আওয়ামীলীগের সভাপতি ইমরুল হক বলেন,জনগণ ও ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালিত হয়। সেটা নিয়মিত আদায় না হলে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ ব্যাহত হয়।যারা নিয়মিত ট্যাক্স পরিশোধ করেন না তাদেরকে নিয়মিত ট্যাক্স পরিশোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়ার আহবান জানান তিনি।