সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর চাপড়া মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।মঙ্গলবার (৭মার্চ) সকাল ১০ টায় তানোর চাপড়া মহিলা ডিগ্রি কলেজের বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের আত্মার মাগ ফেরাত কামনা করে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,কলেজের অধ্যক্ষ শ্রী অনুকূল কুমার ঘোষ, প্রভাষক মুনসেফ আলীসহ কলেজের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এসময় কলেজের অধ্যক্ষ শ্রী অনুকূল কুমার ঘোষ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঋণ শোধ হবার না। আজ তার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।এসময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ও দেশের মানুষের অধিকার আদায়ে সফল হয়েছেন তার কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তাই আমাদের সকলের উচিৎ বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে দেশ উন্নয়নে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া বলে জানান তিনি।