রাকিবুল ইসলাম তুরান
রিপোর্টার :ফরিদপুর জেলা।
ফরিদপুর শহরের নিকটবর্তী বদরপুর মরকাজ মসজিদে ঘটেছে এই ভয়ানক ঘটনা। তাবলীগ সাথীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আসামি গ্রেপ্তার।
ফরিদপুর সদরের বদরপুর এলাকায় ২৬ জুলাই বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে সাবান নিয়ে বাগ-বিদন্ডে জড়িয়ে পড়ে দুইজন বয়স্ক তাবলীগ সাথী। এক পর্যায়ে একে অপরের হাতে খুন।
স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা যায় ফরিদপুর সদরের বদরপুর মারকাজ মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলীগ দল বের হয়। উক্ত উদ্দেশ্যে ফরিদপুর জেলার বিভিন্ন স্থান থেকে মানুষ একত্রিত হয় বদরপুরের মরকাজ মসজিদে। বুধবার ২৬ জুলাই মধুখালী থানার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামে বসবাস রত আব্দুল জলিল( ৭১) কে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মান্নান মুন্সি নামে তাবলীগে আসা অপর ব্যক্তির উপর।।যার বাড়ি ফরিদপুর শহরের ডেমরকানদি এলাকায়।
২৬ জুলাই বুধবার, দুপুরে গোসলের সময় সাবান নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে ওই দুই বৃদ্ধ। একপর্যায়ে পাশে থাকার লাঠি দিয়ে মান্নান মুন্সি মাথায় আঘাত করে আব্দুল জলিল কে। ঘটনাস্থলে নিহত হয় আব্দুল জলিল।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত মান্নান মুন্সীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।