আলম তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ তাড়াশে সরকারি গাছ কেটে অবৈধ ভাবে খাস জায়গা দখলের অভিযোগ উঠেছে আব্দুল আজিজের বিরুদ্ধে।তিনি উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।সরেজমিনে গিয়ে দেখা যায়,গুড়মা গ্রামের দক্ষিণ বাজারের পশ্চিম পাশে সরকারি রাস্তার গাছ কেটে অবৈধ ভাবে জায়গা দখল করে খুঁটি গেরে বেড়া দিয়ে রাখা হয়েছে।সেই জায়গা থেকে ১০-১২ বড় আকারের গাছ কাটা হয়েছে।কাটা গাছের গুঁড়িগুলো কেটে বিক্রি করা হয়েছে।পরে সেই গাছের গোড়ায় মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছে।স্থানীয়রা জানান,এই সরকারি জায়গা প্রায় ১০-১২ টি বড় বড় গাছ ছিলো সেগুলো কেটে নিয়েছে। গাছ কেটে মাটি চাপা দিয়ে রেখেছে।আবার জায়গা দখল করে খুটি গেড়ে বেড়া দিয়ে রেখেছে।রাস্তা দিয়ে গাড়ী চলাচলের খুবই সমস্যা হয়।কারণ রাস্তার উপর দিয়ে খুটি গেড়ে বেড়া দিয়েছে।সরকারি গাছ কাটা ও জায়গা দখল করে নিয়ে আবার বেড়া দিয়েছে।এই বেড়া খুলে দিয়ে সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নূর তাহমিন উর্মি জানান, সরেজমিনে পরিদর্শন করে অবৈধভাবে সরকারী জায়গা দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে